‘লা লা ল্যান্ড’ ছবির জন্য ৮৯ অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন এবং ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য ৮৯ অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কেসি অ্যাফ্লেক।
হলিউডের ডলবি থিয়েটারে বালাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে বসেছে অস্কারের ৮৯তম আসর।
Read More News
এতে সেরা পার্শ্ব অভিনেতার পুস্কার জিতেছেন মাহারশালা আলী। ‘মুনলাইট’ ছবির জন্য তিনি এ পুরস্কার জিতেন। ‘ফেঞ্চেস’ ছবির সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস।