গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায় টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় নিখোঁজ পাঁচ শ্রমিকের স্বজনরা এখনো লাশের অপেক্ষায় দিন কাটছে। কবে স্বজনের লাশ ফিরে পাবে সেই প্রতীক্ষায় চোখের পানি ঝড়ছে।
ইতোমধ্যে নিখোঁজ ৯ শ্রমিকের মধ্যে চার শ্রমিকের লাশ নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচ শ্রমিকের পুনরায় ডিএনএ পরীক্ষার জন্য লাশ পড়ে আছে ঢামেক মর্গে। এরা হলো আজিমুদ্দিন পিতা মালেক মোল্লা, জহিরুল ইসলাম পিতা আবুল হোসেন, আনিসুর রহমান পিতা সুলতান গাজী, মাসুম আহম্মেদ পিতা তোফাজ্জল হোসেন ও জয়নুল ইসলামের পিতা জমিজ উদ্দিন। পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পাঁচ শ্রমিকের লাশ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।
Read More News
উল্লেখ্য,গত ১০সেপ্টেম্বর শনিবার ভোরে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নি-দুর্ঘটনা ঘটে। এতে নিখোঁজ ৯ শ্রমিকের পরিচয় না মেলার কারনে ডিএনএ পরীক্ষার জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ইতোমধ্যে ৪ শ্রমিকের লাশ সনাক্ত করে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।