বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন তিনি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই নির্দেশ দেন।
Read More News
আদালতে অভিযোগ আমলে নেওয়ার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করে এ আদেশ দেন।