জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া প্রখ্যাত অভিনেত্রী রাণী সরকারের অসুস্থতার খবরে তার পাশে দাঁড়ালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি তাকে হাসপাতালে ভর্তিসহ অন্যান্য ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। একই সঙ্গে মেয়র তার নিজস্ব ফান্ড থেকে নগদ এক লক্ষ টাকা রানী সরকারকে প্রদান করেন।
সোমবার দুপুর ২টায় রাণী সরকারের মোহাম্মদপুরের বাসায় উপস্থিত হয়ে তার হাতে মেয়রের দেওয়া অর্থ তুলে দেন সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী।
Read More News
মেয়রের ব্যক্তিগত সহকারী জানান, এই কিংবদন্তী অভিনেত্রীর বাসায় এসে দেখেছি তিনি একটি বস্তিঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন। তার শারীরিক অবস্থা আশংকাজনক। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়েছে। মেয়র এই অভিনেত্রীর সুচিকিৎসা এবং উন্নত বাসস্থানের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।