জাপানের ফুজিও টিভি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। যেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের ওপর হামলার দৃশ্য ধরা পড়েছে দাবি করা হচ্ছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে এক নারী ন্যামের পিছু নিয়েছে। এরপর এক পর্যায়ে ওই নারী পেছন তার মুখ পেঁচিয়ে ধরে কিছু একটা ছিটিয়ে দেন। পরে ন্যাম মেঝেতে লুটিয়ে পড়লেন এবং ওই নারী দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন।
Read More News
ভিডিও আরও দেখা যায়, ওই ঘটনার পর ন্যাম সাহায়্যের জন্য বিমান স্টাফদের কাছে যান। এবং তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে পথিমধ্যে তিনি মারা যান।
মালয়েশীয় পুলিশের ধারণা, গত সোমবার ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকউয়ের ফ্লাইট ধরার অপেক্ষায় থাকার সময় তার মুখে শক্তিশালী কোনো বিষ স্প্রে করেন ওই নারী। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।