বছরখানেক আগে সিরিয়া, ইরাক, ইয়েমেনসহ আরব বিশ্বের কয়েকটি দেশের ওপর রীতিমতো অত্যাচার-নির্যাতন চালিয়ে গিয়েছিল জঙ্গি সংগঠন আইএস।
মার্কিন ও রাশিয়ার সেনাবাহিনীর হামলার পর জঙ্গি সংগঠনটির আগের অবস্থনে নেই। রাশিয়ার বিমান হানায় আগেই হারিয়েছিল সিরিয়ায় অবস্থিত আইএসের রাজধানী রাকার দখল। এরপর সংগঠনটির নেতারা এসে আশ্রয় নিয়েছিলেন ইরাকের মসুল শহরে। শহরটির প্রাচীন ঐতিহ্য ভেঙে দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে জঙ্গি সংগঠনটির মূল চাঁইদের শেষ আশ্রয়স্থলটিও যেতে বসেছে। ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, আইএসের কফিনে শেষ পেরেক ঠুকে মসুলে তাদের বাহিনীর বিজয় সমাগত।
Read More News
এর আগে গত সপ্তাহে ইরাকের মসুলের পশ্চিমাঞ্চল নিজেদের দখলে নিতে বেশ বড় ধরনের অভিযান শুরু করে ইরাকের সরকারি বাহিনী। গতকাল রোববার দিনভর এলাকাটি ঘিরে ফেলার অভিযান চালায় সরকারি বাহিনী।
বিবিসি জানিয়েছে, ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী, শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা ওই অভিযানে অংশ নিয়েছে। গত মাসেই আইএসের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল কেড়ে নেয় ওই বাহিনী।
স্থল অভিযানের পাশাপাশি আইএসকে লক্ষ্য করে বিমান হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, মসুলের পশ্চিমাঞ্চলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা আছে। এসব মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।