এই প্রথম আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের জঙ্গিদমন আক্রমণের ঘটনা। আফগানিস্তানে জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের লাল শাহবাজ কালান্দারে আত্মঘাতী বিস্ফোরণে ৮৮ জনের মৃত্যুর ঘটনার শোধ নিতেই আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামাবাদ।
লাল শাহবাজ কালান্দারে হামলার সঙ্গে আফগানিস্তানের জঙ্গিদের একটি যোগসূত্র পাওয়া গেছে। তাই এই আক্রমণ। সিন্ধ প্রদেশে হামলার পরেই পাকিস্তান দাবি করে, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। আফগানিস্তানের জঙ্গিরাই হামলা চালিয়েছে।
Read More News
আফগান জঙ্গি ঘাঁটিগুলিতে শুক্রবার রাত থেকে হামলা শুরু করে পাকিস্তান। পাক মিডিয়া সূত্রে জানা গেছে, পাক-আফগান সীমান্তের কাছে জামাত-উল-আহরারের জঙ্গি ঘাঁটিই মূল টার্গেট ছিল পাকিস্তানের। এদিকে পাকিস্তানের দাবি, এখনও পর্যন্ত তাদের হামলায় ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে।