স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।
Read More News
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ যখনই আসে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকব এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে পুলিশ অফিসার হোক, কিংবা সামরিক অফিসার হোক, কিংবা সে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক।