গরুর মাংসের ধর্মঘটের প্রভাব কাঁচাবাজারে

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি যৌথভাবে গত সোমবার থেকে ছয় দফা দাবিতে ধর্মঘটের ডেক দেয়। আগামীকাল শনিবার তা শেষ হবে। বাজার ঘুরে দেখা যায়, এ সুযোগকে কাজে লাগিয়েছেন বয়লার মুরগি বিক্রেতারা।

রাজধানীতে গরু ও খাসির মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের প্রভাব পড়েছে বয়লার মুরগিতে। পাঁচদিনের ব্যবধানে প্রতি কেজি বয়লার মুরগিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আজ শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর উত্তরার বিডিয়ার বাজারের মুরগি বিক্রেতা বলেন, তিন-চারদিন ধরে বয়লার মুরগির বাজার একটু বেশি। আগে প্রতি কেজি মুরগি বিক্রি করতাম ১৪৫ টাকায়। আর এখন ১৬০ টাকা দরে বিক্রি করছি। মাংস ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বন্ধ করে আন্দোলন করছে, এ কারণে মুরগির চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে জানান।

অন্যদিকে সবজির দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা এবং ফুলকপি ২০ থেকে ২৫ টাকায়।
Read More News

এ ছাড়া প্রকারভেদে করলা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০, টমেটো ৩০ থেকে ৪০, চিচিঙ্গা ৪০ থেকে ৫০, শিম ৩০ থেকে ৪০ ও গাজর ৩০ থেকে ৪০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *