সেনা অভিযান শেষ করেছে মিয়ানমার। গতকাল বুধবার রাতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চির কার্যালয় থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের সেনারা রাখাইনে অভিযান শেষ করেছে। তারা এলাকাটি ত্যাগ করেছে। এলাকাটি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
Read More News
জাতিসংঘের দাবি, রাখাইন রাজ্যে চালানো ওই অভিযানে এক হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হন। এটিকে জাতিগত নিধন ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে বর্ণনা করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।