বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী তারিখে আদালতে হাজির না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল।
Read More News
খালেদা জিয়ার আইনজীবী জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি আগামী ২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন রাখা হয়েছে। আদালত আজ মৌখিক আদেশে বলেছেন, আগামী তারিখে খালেদা জিয়া আদালতে হাজির না হলে জামিন বাতিল করা হবে।