ছাত্রলীগ নেতাদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুর উত্তাল। বৃহস্পতিবার বেলা ১১টায় একযোগে জেলা ও উপজেলা পর্যায়ের সকল কলেজ এবং উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে।
লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের কলেজ সভাপতি রাফসান জানি বাপ্পির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। একই দাবিতে ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ থেকে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জিসাদ আল নাহিয়ানের নেতৃত্বে মিছিল বের করা হয়। একইভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয় বলে জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়।
Read More News
ছাত্রলীগ নেতৃবৃন্দ জানায়, একই দাবিতে আগামী শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।