আগামী ১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের আয়োজন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে বরিশালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. অলোক সাহা, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন-উল ইসলাম হাবুল সহ অন্যান্যরা।
Read More News