বাংলাদেশ পুলিশের ২০১৬ সনের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি অনিবার্যকারণে পরিবর্তন করা হয়েছে। আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল।
সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টার পরিবর্তে একইদিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত, মনস্তত্ত্ব বিষয়ে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং সাধারণ জ্ঞান ও পাটিগণিত ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টার পরিবর্তে একইদিন বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Read More News
এছাড়া পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।