ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ড ‘মিডিয়ায় ক্ষোভ’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সুলতান সুলেমান সিরিয়ালের একটি পার্শ্বচরিত্র ইব্রাহীম পাশা। অটোমান সম্রাজ্যের উজির-এ-আজম।

গতকাল মঙ্গলবারের পর্বে মৃত্যু হয়েছে ইব্রাহীম পাশার। ষড়যন্ত্রের দায়ে তার মৃত্যুদণ্ড দিয়েছেন অটোমান সম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সম্রাট সুলতান সুলেমান। ঘুমের মধ্যেই কার্যকর করা হয়েছে এই মৃত্যুদণ্ডাদেশ।

চরিত্রটি এতই জনপ্রিয় হয়েছে যে, কাহিনীতে তার মৃত্যুকে কেন্দ্র করে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারে দর্শকরা বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
Read More News

পাশাভক্তরা মনে করছেন, প্রাসাদ ষড়যন্ত্রের বলি হয়েছেন ইব্রাহিম পাশা। কারণ, সে ছিল সুলতান সুলেমানের সবচেয়ে বিশ্বস্থ সহচর। সম্রাট তাকে ভাই বলে সম্বোধন করতেন। একইসঙ্গে সুলতান সুলেমানের ভগ্নিপতি ছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *