খুলনায় আ. লীগ নেতাকে গুলি, পথচারী নারী নিহত

আজ শনিবার সকাল সাড়ে ১০টার পর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে শ্রীতলা বাড়ির মোড়ে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এক দুর্বৃত্ত। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হয়েছেন খুলনা শিল্প ব্যাংকের ডিজিএম চিত্ররঞ্জন কুণ্ডুর স্ত্রী শিপ্রা কুণ্ডু। তিনি দোলখোলার শীতলাবাড়ী এলাকায় থাকতেন।

গুলিবিদ্ধ অবস্থায় শিপ্রাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন জানান, তিনি সকাল সাড়ে ১০টার পর মোটরসাইকেলের ওপর বসে কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তাঁকে খুঁজতে থাকে। পরে তাদের একজন কোমর থেকে অস্ত্র বের করে তাঁকে (ডন) গুলি করতে উদ্ধত হয়। এ সময় ডনকে বাঁচাতে ধাক্কা দেন সঙ্গে থাকা একজন। ঠিক সেই মুহূর্তে গুলি ছোড়ে ওই দুর্বৃত্ত। সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ হয় শিপ্রা কুণ্ডুর গায়ে।
Read More News

ডন আরো জানান, গুলি ছোড়ার সময় তিনি দৌড়ে পাশের একটি ঘরে গিয়ে আশ্রয় নেন। পরে সন্ত্রাসীরা আরো ১৫ থেকে ১৬টি গুলিবর্ষণ করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এদিকে গুলি থেকে বেঁচে যাওয়ার পর ডনকে নিয়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এমপি মিজানুর রহমান। তিনি ঘটনার সঙ্গে মাদক ব্যবসায়ীদের জড়িত থাকার কথা দাবি করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর পরই অভিযান চলছে। আসামিদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *