খালেদা জিয়া আগামী ৫ জানুয়ারি আদালতে অনুপস্থিত থাকলে জামিন বাতিল করা হবে বলে আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এদিন আদালতে তদন্ত কর্মকর্তার জেরার জন্য দিন ধার্য ছিল। জেরা শেষে বিচারক আত্মপক্ষ সমর্থনের জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
পরে ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন আর রশীদ।
এ মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
Read More News
মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।