বরিশাল শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী এ বোর্ডে জেএসসি’তে পাসের হার ৯৭.৩৮ ভাগ।
বরিশাল বোর্ডের ১ হাজার ৭শ’ ১টি স্কুলের মধ্যে ৯শ’ ১৯টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজের ৫২ শিক্ষার্থীর সকলে জিপিএ ৫ পেয়ে পাস করেছে।
Read More News
জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৫শ’ ৭০ জন। গত বছরের চেয়ে পাসের হার ০.১২ ভাগ এবং জিপিএ-৫ বেড়েছে ২ হাজার ১০৬টি। সার্বিক পাসের হার, জিপিএ-৫ এবং বিভাগ ভিত্তিক পাসের হারেও এগিয়ে মেয়েরা।