৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন বছরপূর্তির দিনে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে ঢাকা ব্যতীত সারাদেশের জেলা ও মহানগরের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
এছাড়া দিবসটিকে পালনের জন্য ৭ই জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশও করতে চায় দলটি। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
Read More News
সমাবেশের অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে জানান রিজভী। রিজভী বলেন, ওই দিন সারা বাংলাদেশের জেলা, মহানগরে কালো পতাকা মিছিল করবে দলের নেতাকর্মীরা এবং বুকে কালো ব্যাজ ধারণ করবে।