ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর থেকে ৫০ কিলোমিটার দূরে রুরা ও মেথা স্টেশনের কাছে লাইনচ্যুত হলো শিয়ালদহ আজমির এক্সপ্রেস।
দুর্ঘটনার জেরে শিয়ালদহ-আজমির এক্সপ্রেসের ১৫টি কামরা লাইনচ্যুত হয়ে যায়, যার মধ্যে ১৩টি স্লিপার ও দুটি সাধারণ কামরা রয়েছে। ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৪৩ জন, যাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
Read More News
ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর রাত ১১টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে ২৭ ডিসেম্বর ভোর ৫টায়। ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরে ভোরে কানপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় সেই শিয়ালদহ-আজমির এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে দিল্লি-হাওড়া রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।