বায়তুল মুকাররম মসজিদের ৫৪ বছর পূর্ণ

বায়তুল মুকাররম মসজিদ এ নামাজ শুরু হওয়ার ৫৪তম বৎসর পূর্ণ হলো আজ। ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর শুক্রবার পবিত্র জুমআর নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদটি উদ্বোধন করা হয়।

১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ ইবরাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতাসম্পন্ন একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। ওই বছরই ‘বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি’ নামে কমিটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। আবদুল লতিফ ইবরাহিম বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের চূড়ান্ত পদক্ষেপ গৃহীত হয়।
Read More News

মসজিদটি নির্মাণ কাজ শেষ করতে প্রায় ৪ বছর সময় লাগে। মসজিদের নির্মাণ কাজ শেষে ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে পবিত্র জুমআর নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদে নামাজ পড়া শুরু হয়। যার ধারাবাহিকতা আজও বিদ্যমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *