নিউজিল্যান্ড সফরে গিয়ে শুরুটাও হার দিয়েই করতে হলো মাশরাফি বাহিনীকে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভারের মধ্যেই ২৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
ইনিংসের ৩৯তম ওভারে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিমকে। সে সময় তিনি ব্যাট করছিলেন ৪২ রান নিয়ে। স্বেচ্ছা অবসর নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে না যেতে হলে হয়তো বাংলাদেশের হারের ব্যবধানটা আরো কমে আসত।
Read More News
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টম লাথামের ১৩৭ ও কলিন মুনরোর ৮৭ রানের ঝড়ো ইনিংস দুটিতে ভর করে স্কোরবোর্ডে ৩৪১ রান জমা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৬৯ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন সাকিব।