ছাত্রের সঙ্গে রাত্রি যাপণের অপরাধে দুই বছরের কারাদণ্ড হয়েছে শিক্ষিকা সারা ডোমরেস (২৯)। নিজ স্কুলের ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্ক মন দেয়া নেয়া থেকে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়।
সারা’র স্বামী শহরের বাইরে গেলে প্রেমিক ছাত্রের সঙ্গে রাত্রি যাপণ করেন সারা।
গত বুধবার আদালতে রায় ঘোষণা করা হয়। দুই বছর কারাদণ্ড ভোগ করার পরও সাজা শেষ হবে না তার। এরপর তিনবছর তার শিক্ষকতা পেশার ওপর নিষেধাজ্ঞা থাকছে। রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন সারা ডোমরেস।
কেঁদে কেঁদে বিচারককে সারা বলেন, শিক্ষকতায় নিষেধাজ্ঞা ও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় তার অনুশোচনা দশ গুণ বেড়ে গেছে।
গত এপ্রিল মাস সারা ডোমরেসের বিরুদ্ধে ছাত্রের সঙ্গে রাত্রি যাপনের অভিযোগ ওঠে। তবে সারা তখন অস্বীকার করে জানান, তিনি কেবল তার ছাত্রদের আলিঙ্গন করেন। যদিও অভিযোগ ওঠার পরই স্কুল থেকে চাকরিচ্যুত হন সারা।
Read More News