পিতা বা মাতার প্রতিটি কাজ সন্তানের মনের ওপর প্রভাব ফেলে। বাচ্চাদের মা-বাবাকে অনুসরণ করার একটা ঝোঁক থাকে তাই তাদের সামনে খারাপ আচরণ প্রদর্শন করা বাঞ্চনীয় নয়।
১) সন্তানদের সামনে কাউকে আঘাত করা ঠিক নয়। এতে হয় সন্তানদের ভীত অথবা হিংস্র করে তোলে।
২) বাচ্চাদের সামনে চিৎকার করা টিক নয়। আপনার বাচ্চা আপনার আচরণ অন্যত্র অনুকরণ করতে পারে।
৩) বাচ্চাদের অনুভূতি বা কথা শোনার সময় মাতা পিতার সর্বদা থাকা উচিত। ধৈর্য্য ধরে বাচ্চাদের উদ্বেগ শোনা আবশ্যক। অন্যথা, আপনার সন্তানের উপেক্ষিত মনে হতে পারে।
Read More News
৪) আপনার সন্তান যদি তার মতামত প্রকাশ করতে চায়, তাহলে তাড়ার মধ্যে তাকে দমিয়ে দেবেন না। সন্তানদের যুক্তিযুক্তভাবে চিন্তা করতে শেখান।
৫) নোংরা ভাষা ব্যবহার করা থেকে সর্বদা বিরত থাকুন।
৬) সকলের সামনে সন্তানের সমালোচনা করা যাবেনা। আপনার এই আচরণে সন্তান অপমান বোধ করে।