প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এয়ারক্রাফট ‘রাঙ্গা প্রভাত’ যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার দুপুর ২টায় তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
Read More News
তবে প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তাঁর ৯৯ জন সফরসঙ্গী ও বিমানটির ক্রু কর্মকতারাও ভালো আছেন। ফ্লাইটটিতে থাকা প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে ত্রুটি মেরামত করতে সক্ষম হওয়ায় সন্ধ্যায় ফের হাঙ্গেরির উদ্দেশে উড়াল দেয় এয়ারক্রাফটি। জানাযায় বিমানটির একটি ইঞ্জিনের ফুয়েল প্রেসার কমে যাওয়ায় বিমানকে জরুরি অবতরণ করতে হয়।
আশাকরা যায় বাংলাদেশ সময় রাত এগারোটা নাগাদ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ এই ভিভিআইপি ফ্লাইটটি।