সেলিব্রেটিদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর বনানী-কাকলীতে সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক এক ক্যাম্পেইনে যোগ দেন দেশের বেশ কয়েকজন চিত্রনায়ক, নায়িকা, শিল্পী ও কলাকুশলী।
ওবায়দুল কাদের সেলিব্রেটিদের হাতে সড়ক নিরাপত্তা বিষয়ে স্টিকার ও লিফলেট তুলে দেন। তারাও মন্ত্রীর সঙ্গে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে স্টিকার ও লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে সড়কে অবস্থানরত বেশ কিছু গাড়িতে বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার লাগিয়ে দেন।
এ সময় যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী। সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মিটারে চলছে কিনা এ বিষয়টিও তদারকি করেন।
Read More News
এই অভিযানে অংশ নেন অভিনেতা ও নাট্যনির্দেশক তারিক আনাম, কণ্ঠশিল্পী এস আই টুটুল, চিত্রনায়ক ওমর সানি, অভিনেত্রী নিপুণ, অভিনেতা শিমুলসহ অন্য কলাকুশলীরা।