দীর্ঘ এক যুগ অবৈধ দখলে থাকার পর শনিবার রাজধানী শ্যামলীতে অবস্থিত ‘শিশু মেলা’ সিলগালা করে তা দখলে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পার্কটি দখলে নেয় সংস্থাটি। শনিবার বেলা ১১টার দিকে পার্কে আসেন মেয়র আনিসুল হক।
Read More News
মেয়র আনিসুল হক বলেন, দীর্ঘ এক যুগ ধরে প্রতি তিন বছরের জন্য এক লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেওয়া হচ্ছিল। ইজারা চুক্তি শেষে আমরা পার্কটি দখলের সিদ্ধান্ত নিই। কিন্তু একের পর মামলা আর রিটের কারণে আমরা দখলে যেতে পারিনি। এখন আমাদের পক্ষে রায় এসেছে। আমরা জয়ী হয়েছি। তাই পার্কটি দখলে নিয়েছি।
মেয়র আরো বলেন, শিশু মেলা আজ থেকে বন্ধ। আমরা একটা সিজার লিস্ট তৈরি করবো। মালামালের কোনো ক্ষতি হবে না। আপনারা সাধারণ মানুষের জমি দখল করে আছেন। আজ থেকে আপনাদের এখানে কোনো অধিকার নেই।