আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ৩৭ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকরা জানান, কালার গ্যাস লাইটার কারখানায় বিকেলে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো টিনশেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শ্রমিক তাড়াহুড়া করে বের হলেও অনেকে কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
Read More News
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জিরাবো বিশমাইল সড়কের যান চলাচল।