নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও বলেছেন, নিউইয়র্কে বসবাসরত মুসলিমসহ সব অভিবাসীদের পরিচয়সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে না বলে জানিয়েছেন । গতকাল সোমবার নগর ভবনে নানা ধর্ম-বর্ণের লোকজনকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র। তিনি বলেন, মুসলিম অভিবাসীদের আলাদাভাবে নিবন্ধনের চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হবে ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Read More News
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় পর স্বভাবতই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মুসলিম অভিবাসীরা। তাদের আশ্বস্ত করতেই মূলত নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও এসব কথা বলেন।