হ্রদের সামনে নগ্ন ফটোশুট

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তিব্বতের অন্যতম পবিত্র হ্রদ হল ইয়ামড্রক। এর দৈর্ঘ্য ৭২ কিলোমিটার। সেই হ্রদের পবিত্রতা নষ্ট হয়েছে বলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাবতীয় বিতর্কের কেন্দ্রে এক চীনা লাস্যময়ী। ‘বিদ্রোহী’ ওই লাস্যময়ী ইয়ামড্রক লেকে সিক্ত হয়ে কয়েকটি নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। আর তাতেই তেলে-বেগুনে জ্বলেছেন ধর্মপ্রাণ তিব্বতিদের একটা বড় অংশ। তাদের দাবি, পবিত্র হ্রদে নগ্ন ছবি তুলে হ্রদটিকে অপবিত্র করে দিয়েছেন ওই নারী।
Read More News

ইন্টারনেটে ওই চীনা লাস্যময়ী নিজেকে ‘ইউচুমদোলকার’ নামেই পরিচয় দিয়েছেন। একটি নয়, নিজের নগ্ন ছবির একটি সিরিজ পোস্ট করেছেন তিনি। কিছু ছবিতে দেখা যাচ্ছে, সম্পূর্ণ নগ্ন ওই নারী ছবি তোলার সময় ক্যামেরার দিকে তাকান নি তিনি।

একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন দক্ষ ফটোগ্রাফার ও একজন ভালো মডেল প্রাচীন সংস্কৃতি ও বিশ্বাসকে ভেঙে দিল। এদিকে হ্রদ সংলগ্ন বৌদ্ধমন্দির কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বৌদ্ধধর্মালম্বীরা ইয়ামড্রক হ্রদকে ‘লিভিং বুদ্ধ’ বলে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *