স্টার কাবাব সহ ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর বনানীর স্টার কাবাবকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা করা হয়েছে। একই অপরাধে আরো ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসন, স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমন্বয়ে ওই অভিযান পরিচালিত হয়।
Read More News

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় স্টার কাবাবকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. আবদুর রব সেলিম ওই জরিমানার টাকা পরিশোধ করেন।

দুপুরে রামপুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ‘মিঠাই স্বাদে ঐতিহ্য’র ব্যবস্থাপক নাদিয়া মাহবুব শশীকে ১৫ হাজার টাকা জরিমানা এবং খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না থাকায় ‘ইউনিক ডিপার্টমেন্টাল স্টোরে’র ব্যবস্থাপক মোজাম্মেল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ‘আমাজিং ডিসকাউন্ট’-এর ব্যবস্থাপক বাদশা আলমগীরকে ৩০ হাজার টাকা জরিমানা, ‘স্টার ডাস্ট’-এর ব্যবস্থাপক কবির হোসেনকে এক লাখ টাকা এবং ‘স্টার ওয়ার্ল্ড’-এর ব্যবস্থাপক হারুনুর রশিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *