সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে থাকলেও গোটা ভারতে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। ভোগান্তি হলেও দেশের স্বার্থে এ সিদ্ধান্ত মেনে নিচ্ছেন অসংখ্য দেশবাসী। কিন্তু এর মধ্যেই ব্যতিক্রমী পদক্ষেপ এক তরুণীর। এটিএম লাইনে দাঁড়িয়েই প্রায় নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন তিনি।
নয়া দিল্লির ময়ূর বিহারের ফেজ থ্রি-তে একটি এটিএমের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। লোকের চাপ বেশি থাকায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বহু মানুষ। অপেক্ষা করতে করতেই আচমকাই নিজের জামা খুলে ফেলেন ওই তরুণী।
ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান উপস্থিত মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মোদির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই তার এই পদক্ষেপ। অবশ্য এতে লাভই হয় ওই তরুণীর। কাছাকাছি একটি এটিএমে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে টাকা তুলতে পারেন তিনি।