বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলের ওপর দিয়ে বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
Read More News
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার, ক্লিংকার ও স্লাগবাহী জাহাজের পণ্যবোঝাই, খালাস ও পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এ ছাড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বোল্ডার স্টোনসহ অন্যান্য পণ্যবাহী জাহাজের কাজও।
এদিকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারির পর সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া কার্যালয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের দুবলার চরসহ আশপাশের নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।