প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি। বৃটিশ সিংহাসনের ৫ নম্বর সিরিয়ালে থাকা উত্তরাধিকার। মার্কিন অভিনেত্রী ও মানবাধিকার বিষয়ক প্রচারক মেগান মার্কলে’র সঙ্গে গোপনে চুটিয়ে প্রেম করছেন প্রিন্স হ্যারি।
মেগান মার্কলে এখন ৩৫ বছর বয়সী যুবতী। তার প্রেমে হ্যারি হাবুডুবু খাচ্ছেন বলে জানিয়েছেন তার বন্ধুবান্ধবরা। প্রিন্স হ্যারির চয়স এখন ৩২ বছর। তার প্রেয়সীর বয়স তার থেকে তিন বছর বেশি।
মেগান মার্কলে যুক্তরাষ্ট্রে আমেরিকান টিভিতে র্যাসেল জেন নামে একটি চরিত্রে অভিনয় করেন। এ জন্য তিনি র্যাসেল জেন নামেই বেশি পরিচিতি পেয়েছেন।
Read More News
বৃটিশ রাজপরিবারের ওপর যারা পর্যবেক্ষণ চালান তারা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছেন হ্যারি বেশ হাসিখুশি। তার মুখে হাসি লেগেই থাকে। একজন ঘনিষ্ঠ সূত্র বলেছেন, অনেক বছর তাকে এতটা খুশি দেখা যায় নি। হ্যারি তার জীবনে সবচেয়ে বেশি রিলাক্স সময় পেয়েছেন। তারা একে অন্যের সঙ্গ উপভোগ করছেন। তাদের মধ্যে দেখা সাক্ষাত হয়। দু’জন বুঝে নিয়েছেন দু’জনের রসায়ন। এ সম্পর্কটিকে টিকিয়ে রাখতে বেপরোয়া হয়ে পড়েছেন প্রিন্স হ্যারি। তিনি কিছুতেই মেগানকে হারাতে চান না।