সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আরো কয়েক নতুন মুখ আসছে। এরই মধ্যে সম্পাদকমণ্ডলীতে ৭ জন পদোন্নতি ও নতুন সুযোগ পেয়েছেন। নতুন মুখ এসেছে সভাপতিমণ্ডলীতেও।
শুক্রবার রাতে গণভবনে দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকের পর ওবায়দুল কাদের বললেন, উপদেষ্টা পরিষদের ৪ জন, সভাপতিমণ্ডলীর ৩ জন এবং সম্পাদকমণ্ডলীর ২ থেকে ৩ জন ছাড়া সবার নাম চূড়ান্ত।
Read More News
তিনি বললেন, এবার কমিটিতে তৃণমূল থেকে অনেকে এসেছেন। তারা একেবারেই নতুন মুখ। দক্ষ, যোগ্য ও মেধাবী। তাই কমিটিতে তারা জায়গা করে নিয়েছেন।