আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের নির্বাচনী অধিবেশনে শীর্ষ এই দুই পদে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
এর আগে, নির্বাচনী অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি পদে সৈয়দা সাজেদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
Read More News
এরপর এই দুই পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।