সাইবেরিয়ায় রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের একটি সূত্র তাসকে এই তথ্য জানিয়েছে।
২২ আরোহী নিয়ে এমআই-৮ হেলিকপ্টারটি উত্তরপশ্চিমাঞ্চলীয় ইয়ামলা পেনিনসুলায় বিধ্বস্ত হয়। এর মধ্যে তিনজন বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
জরুরি মন্ত্রণালয়ের উরালস আঞ্চলিক কেন্দ্রের মুখপাত্র ভাদিম গ্রেবেননিকোভ বলেছেন, প্রথম বেঁচে যাওয়া ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হবে।
গ্রেবেননিকোভ আরো বলেছেন, ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়াদের উদ্ধারে কাজ চলছে। এখনই নিহতের সংখ্যা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
Read More News
ExamsWorld