রাজধানীর পাবলিক বাসে সব ধরনের হকার নিষিদ্ধ হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে ডিবির হাতে অজ্ঞান পার্টির ১৯ জন সদস্য আটকের খবর জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Read More News
আব্দুল বাতেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা বেশিরভাগ সময় হকার বেশে গাড়িতে উঠে থাকে। সেজন্য বাসে খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করা হচ্ছে। বাসে কোনো ধরনের হকারি করা যাবে না।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাসমালিক সমিতির সঙ্গে পুলিশ বৈঠকে বসবে বলেও জানান তিনি।