সিরাজগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের ডাটা এন্ট্রি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে সিরাজগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন ৪৫ জন নারী। এ ছাড়া ১৮৮ জন নারীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
Read More News
ব্র্যাক আরো জানায়, ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জেলায় ১০৩ জন নারীকে ভরণপোষণ না দেওয়া, ৫৮ জন নারীর আত্মহত্যা, ১৯ জন নারীকে ধর্ষণের চেষ্টা, ১৭ নারীকে হত্যা, আট নারীকে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাতজন নারীকে যৌন নির্যাতন ও ১০ জন নারীকে মানসিক নির্যাতন করা হয়েছে বলে ব্র্যাকের কাছে তথ্য রয়েছে।
সিরাজগঞ্জ জেলা ব্র্যাকের ব্যবস্থাপক আশীষ পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস।