রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে নিয়মিত সভায় যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ডিসি জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার শুকতাইল গ্রামে। আজ সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে কয়েকটি বৈঠকে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Read More News
বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, মিটিং শুরু হওয়ার দুই মিনিট আগে তিনি মোবাইল ফোনে জরুরি কথা বলতে সভাকক্ষের বাইরে চলে যান। মোবাইলে কথা বলা অবস্থায় তিনি পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।