বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চীনকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় সহযোগিতা ও পাশে থাকার অাহবান জানিয়েছেন। আজ সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৪০ মিনিটের এক বৈঠকে তিনি অাহবান জানান।
Read More News
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের পারষ্পারিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের সরকারের সময় থেকে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়। এই সম্পর্ক অব্যাহত রয়েছে। বাংলাদেশ আশা করে, উন্নয়নের ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে থাকবে।