আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ভাড়াটিয়াদের প্রকৃত তথ্য নিয়ে বাড়ি ভাড়া দিতে বাড়ির মালিকদের প্রতি আহবান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ভাড়াটিয়াদের তথ্য প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মধ্যে যে অভূতপূর্ব সাড়া ও স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, সে জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Read More News
এখনো যাঁরা ভাড়াটিয়াদের তথ্য দেননি, তাঁদের দ্রুত তথ্য সংগ্রহ করে নিজ নিজ থানায় জমা দেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, বাড়িভাড়া দেওয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার ছবি, ভোটার আইডি কার্ড ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে বাড়ি ভাড়া দেবেন এবং এর একটি কপি থানায় জমা দেবেন।
আছাদুজ্জামান মিয়া বলেছেন, ভাড়াটিয়ার ব্যাপারে তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।