বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সঠিক শিক্ষার মাধ্যমে নিজেদের আলোকিত করে গড়ে তোলো।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা জীবন দিয়ে গেছেন, কিন্তু তার আদর্শ রয়ে গেছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি ছাত্রলীগের সকল নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার উপদেশ দেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাড়ে তিন বছরে একটি দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করে গেছেন। বাংলাদেশকে নিজের পায়ে এগিয়ে নেওয়ার সকল কিছু তিনি করে গেছেন।
Read More News
যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা নিয়েই বাংলাদেশকে গড়ে তুলব। এ দেশের মানুষের জন্য আমার পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।