প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা পরিকল্পনার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
আজ বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Read More News
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, পাসপোর্ট জমা দেওয়ার শর্তে শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।