হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এএসআই সালামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত এক আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকে আদালতে উপস্থিত এএসআই সালামকে পুলিশে সোপর্দ করতে বলেন।
Read More News
জানা যায়, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের বিশেষ শাখার এএসআই সালাম বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে আজ সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়।
আজ এএসআই সালাম সকালে আদালতে উপস্থিত হলে বিচারপতি কাজী রেজা-উল হক তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি তাকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন ।