আজ বুধবার কৃষিজমিতে জোরপূর্বক লোনা পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষ করাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় কৃষিজমি ও বনভূমিতে জোরপূর্বক লোনা পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষ করাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
Read More News
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আদালতে রিটের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
এ বিষয়ে আইনজীবী এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, আপিল আবেদন খারিজের মাধ্যমে হাইকোর্টে রায় বহাল থাকবে এবং দেশের কৃষিজমি ও বনভূমি রক্ষা পাবে।