দক্ষিণাঞ্চলের মানুষের যাত্রাপথের অন্যতম জনপ্রিয় মাধ্যম লঞ্চ। কিন্তু বরিশাল -ঢাকা রুটসহ দক্ষিণাঞ্চলে বেশির ভাগ লঞ্চই চলাচল করে রাতে। তবে দুই ঈদে দিনের বেলায় লঞ্চ এর বিশেষ সার্ভিস চলে।
সম্প্রতি বরিশাল-ঢাকা রুটে দিনের বেলা একটি লঞ্চ চালু হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে নতুন আগ্রহ। তবে বাধ সেধেছে যাত্রাপথে অধিক সময় এবং ভাড়া।
Read More News
বরিশাল-ঢাকা নৌ রুটে সাধারণত লঞ্চ চলাচল করে রাতের বেলায়। সম্প্রতি দিবা সার্ভিসের একটি জাহাজ চালু হলেও, সেটির ভাড়া বেশি। ফলে অনেকেই মনে করেন, দিনের বেলায় যাত্রীবাহী বড় লঞ্চ চালু করলে, যারা কম ভাড়ায় যাতায়াত করতে চান, তাদের সুবিধা হবে।
দিনের বেলায় এখন গ্রিনলাইন নামে যে জাহাজ চলছে, তাতে ইকনমি এবং বিজনেস ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায়। এই দিবা সার্ভিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বলে দাবি কর্তৃপক্ষের।
তবে লঞ্চ মালিক সমিতির মতে, দিনের বেলা বরিশাল-ঢাকা রুটে বড় লঞ্চ সার্ভিস খুব একটা লাভজনক হবে না।
বছরের অন্য সময়ে বরিশাল-ঢাকা রুটে দিনে লঞ্চ না চললেও, দুই ঈদে দিনের বেলায় বিশেষ সার্ভিস চলে। তবে সড়কপথের ঝক্কি এড়ানো এবং সাচ্ছন্দ্যে যাতায়াত করতে বছরের অন্য সময়ও এই রুটে যাত্রীবাহী বড় লঞ্চ পরীক্ষামূলকভাবে চালানো যেতে পারে বলে মনে করেন যাত্রীরা।