অভিনয়ে শুভ্রদেব-ডলি সায়ন্তনি

এবার একসঙ্গে অভিনয় করলেন দুই সংগীত তারকা শুভ্রদেব ও ডলি সায়ন্তনি। অনেক শ্রোতাপ্রিয় গান তারা উপহার দিয়েছেন।
‘শ্রাবণ এসেছিলো গান নিয়ে’নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে। গত ২৯ আগস্ট থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। উত্তরার বিভিন্ন পার্ক, রাস্তা ও একটি শুটিং হাউজে এর শুটিং হয়েছে। এ বিষয়ে ডলি সায়ন্তনি বলেন, আসলে আমি ভাবিনি অভিনয় করবো।
নাটকে আমার ও শুভ্রদার কয়েকটি প্রেমের দৃশ্য ছিলো। এর মধ্যে প্রথম দৃশ্যের কাজ হয়েছে উত্তরার একটি পার্কে। এ নাটকের কাহিনিতে রয়েছে ত্রিভুজ প্রেম। এ নাটকে অভিনয় বিষয়ে শুভ্রদেব বলেন, এটি নতুন অভিজ্ঞতা।
ফারিয়া হোসেন এর রচনায় এ নাটকটি নির্মান করেছেন আরিফ খান। ঈদুল আজহায় এনটিভির পর্দায় প্রচার হবে ‘শ্রাবণ এসেছিলো গান নিয়ে’।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *