আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রমের ওপর দুদক আয়োজিত গণশুনানিতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সেবার মান বাড়াতে পাসপোর্ট অধিদপ্তরকে দালালমুক্ত করতে হবে।
Read More News
তিনি বলেন, দালালদের জন্যই পাসপোর্ট অফিসের বদনাম হয়। পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে, তবে আগের চেয়ে কমেছে।
দুদক চেয়ারম্যান বলেন, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে হয়রানি হয়। তারা টাকা ছাড়া কাজ করে না। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবে।
গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদক ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।