শিশুকে বাঁচাতে গিয়ে ‘চার বন্ধুর মৃত্যু’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পুরিন্দা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি শিশুকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতরা হলেন নরসিংদীর মাধবদীর ভগীরথপুর এলাকার আশিকুর রহমান পাভেল (২৪), শরিফুল ইসলাম তুষার (২৩), অভি (২৩) ও লিমন (২২)।

পাভেল নর্থ সাউথ এবং তুষার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় একটি শিশু রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী প্রাইভেটকারটি সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
Read More News

ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী অভি মারা যান। গুরুতর আহত হন পাভেল, তুষার ও লিমন। আশপাশের লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *